পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা
- পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
দক্ষ প্রকৌশলী বৃদ্ধির লক্ষ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই দিনের কর্মশালা শেষ হয়েছে। গত রোববার থেকে গতকাল সোমবার পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তাড়িত ও যান্ত্রিক প্রকৌশল অনুষদের ৫০ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক এতে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত বাস্তবিক জ্ঞান এবং ধারণা লাভ করে, যাতে করে ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র এবং আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি সম্বন্ধে তারা আরো উৎসাহী ও আগ্রহী হয়।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ও নিজস্ব মানবসম্পদ বিনির্মাণে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তাপবিদ্যুৎকেন্দ্রে কর্তৃপক্ষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা