১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় সিঁদ কেটে স্বর্ণের দোকানে চুরি

-

যশোরের চৌগাছায় সিঁদ কেটে শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্স স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে পৌর শহরের বাজার পাড়ার বাসিন্দা ও নিশেন্দ্র নাথ দের ছেলে।
ধীরেন্দ্র নাথ দে জানান, গত বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করে কর্মচারীসহ আমরা বাসায় চলে যাই। শুক্রবার দোকান খুললে এ চুরির ঘটনা চোখে পড়ে। চোরেরা দোকানের পিছনের ওয়ালের নিচ দিয়া সিঁদ কেটে ভিতরে ঢুকেছে। এ সময় তারা দোকানের শোকেসে থাকা বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গহনার ওজন প্রায় পাঁচ ভরি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকা।
তিনি আরো বলেন চোরেরা দীর্ঘদিন ধরে সিঁদ কাটার চেষ্টা করছে। চোরদের ফেলে যাওয়া আলামত দেখে এমনটাই বুঝা যাচ্ছে। তারা দোকনের ভিতরে ঢুকে সমস্ত সিসি ক্যামেরা ভেঙে আলাদা করে ফেলেছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement