তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেচ পাম্পের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফিন শাহীন মুরাদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মুরাদ ৭ নং দেবনগর ইউনিয়নের শংকরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। গতকাল সকাল সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের সর্দারপাড়া মল্লালজোত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মুরাদ নানির বাড়ি থেকে স্নাতকে পড়তেন। ঘটনার দিন সকালে ইরি-বোরো ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধর করে তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ একটি ইউডি মামলা দায়ের করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা