শাজাহান শান্টু রাজবাড়ী জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
রাজবাড়ীতে গত বুধবার মে দিবসের এক আলোচনা সভায় জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি শাজাহান শান্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
ওই দিন রাতে রাজবাড়ীর দাচ্ছি ইউনিয়নে শাজাহান শান্টুর নিজ বাড়িতে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় রাজবাড়ী জেলা শ্রমিকদলের সভাপতি আবদুল গফুর মণ্ডলের সভাপতিত্বে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আগামীতে জেলা শ্রমিকদলের রাজনৈতিক কার্যক্রম সমুন্নত রাখতে শাজাহান শান্টুকে এ দায়িত্ব দেয়া হয়।
এ সময় জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মণ্ডল, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর শরীফ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জেলা রিকশা শ্রমিকদলের সভাপতি মজিদ মোল্লা, জেলা হকার্স শ্রমিক দলের সভাপতি সাত্তার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন শেখ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা