সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪
- সিলেট ব্যুরো
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
সিলেটে ৪৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় চিনির চালানসহ চারজন চোরাকারবারি গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন।
গ্রেফতারকৃতরা হলো- এরশাদ শেখ, গিয়াস ওরফে মরামানিক, স্বপন ইসলাম ও শাহজাহান।
জানা যায়, গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে শাহপরান থানাধীন পুরাদপুর পয়েন্টে অবস্থান নেয় মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম। এ সময় ঢাকা-মেট্রো-ট-১৫-০৫৮২ এবং ঢাকা-মেট্রো-ট-১৮-০৩৪৭ ট্রাক দু’টি তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। এ সময় একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তা মোট ৭৩৫ বস্তা চিনি জব্দ করে জড়িত চারজনকে আটক করে ডিবি পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা