রাবিতে নির্মাণাধীন ভবনে অনিয়ম দুদকের অভিযান
- রাবি প্রতিনিধি
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে রাজশাহী জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল। হটলাইনে অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদক রাজশাহী সহকারী পরিচালক আমির হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি পেয়েছি। আমরা সব নথিপত্র যাচাই এবং সাইট পরিদর্শন করে যা পাব তা কমিশনার বরাবর প্রতিবেদন দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন (দুদক) রাজশাহী অফিসের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক খায়রুল বাশার, সহকারী পরিচালক মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই হল নির্মাণ করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বালিশকাণ্ডে বেশ আলোচিত ঠিকাদার ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’ এই হলের নির্মাণকাজ করছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাবির নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের এক অংশের ছাদ ধসে পড়ে ৯ জন নির্মাণ শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা