১ কোটি ৬০ লাখ বৃক্ষরোপণ করবে ট্রি-অ্যাসোসিয়েশন
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এক কোটি ৬০ লাখ বৃক্ষরোপণ করবে ট্রি-অ্যাসোসিয়শন নামের একটি সংগঠন। এরই অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু করে ক্যাফে-ট্রি। গত শুক্রবার বিকেলে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে নিমের চারা রোপনে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান, ওয়াটারমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া, ট্রি-অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গোপাল কুমার দে প্রমুখ। পরে ধাপেরহাটের বাজার পাড়াস্থ শাহিন স্মৃতি টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ক্যাফে-ট্রির কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
ওয়াটারমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া বলেন, ক্যাফে-ট্রি বিশ্বাস করে আমরা যদি ২ মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচতে না পারি তাহলে গাছই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। ট্রি-অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গোপাল কুমার দে জানান, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে প্রত্যেক ব্যক্তি প্রতি বছর কমপক্ষে একটি করে গাছ লাগাবেন এবং গর্বের সাথে বলবেন আমার অক্সিজেন আমিই উৎপন্ন করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা