১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাণ্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় দর্শনার্থীদের ঢল

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা : নয়া দিগন্ত -

এলাকার উঠতি বয়সী যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় যুব সমাজ উপজেলার গৌরীপুর ইউনিয়নের সওদাগর বাড়ি মাঠে (আমন ধানের ফাঁকা মাঠে) ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ভাণ্ডারিয়া ও কাঁঠালিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার ১০টি ঘোড়া অংশ নেয়।
ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে ছোট বড় হাজার হাজার নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা মাঠের দুই পাশে দাঁড়িয়ে এ ঘোড়দৌড় উপভোগ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবক মো: ফজলুল করিম মিঠু মিয়া।
সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে ও গৌরীপুর ইউনিয়ন অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল বাসার বাবুল মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক দেলোয়ার হোসেন রতন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল হক মহারাজ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম লোকমান, খালেকুজ্জামান নিপু, শিক্ষক সামসুল আলম রিপন, ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মাহবুব ইসলাম জুয়েল প্রমুখ।


আরো সংবাদ



premium cement