১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ

বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

-

তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরালের সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাঈমসহ ১২ ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করা হয়েছে। মিঠু গত বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।
জানা গেছে, মিনহাজুল আবেদীন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরাল হলে গত ১৬ এপ্রিল তালতলী ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে বরগুনা জেলা কমিটি।
এ বিষয়ে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেন, আপত্তিকর ভিডিওর সংবাদ প্রকাশ না করতে মিঠু আমাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি সংবাদ প্রকাশ করায় আমাদের নামে সাইবার আইনে মামলা করেছে। মামলার বাদি মিনহাজুল আবেদীন মিঠু বলেন, আমার মান সম্মান ক্ষুন্ন করে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেয়ায় মামলা করেছি।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু বলতে পারব না। মামলার নথিপত্র পেলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement