চকরিয়ায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে উত্তরপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ সেলিম (৪৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো একজন গুরুতর আহত হন। নিহত সেলিম স্থানীয় নুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাডার নবীন ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধ ও আধিপত্যকে কেন্দ্র করে জাহেদ মেম্বারের সাথে সেলিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ মেম্বারসহ তার লোকজন সেলিমকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত শফিকে (৫৫) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সেলিমের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা