১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে ৫ তলা ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

-

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে আবু সাঈদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাইদ গদা গ্রামের মৃত জনাব উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় ও প্রাণিসম্পদ অফিস সংলগ্ন দাদন ব্যবসায়ী শরিফুল ইসলামের ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাঈদের মৃত্যু হয়।
ভবনের মালিক শরিফুল বলেন, আপনারা সরেজমিনে গিয়ে দেখে লিখেন। রাতে তার ভবনে সিকিউরিটি গার্ড থাকে বলেও দাবি করেন তিনি। শরিফুল জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement