১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

-

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এনামুল হক মানিক (৩২) নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গত বুধবার দুপুরে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হক মানিক জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ডাকাত। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement