১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সস্তায় পণ্য দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

রেজিস্ট্রেশনবিহীন এনজিওর প্রতারণা
প্রতারণার শিকার পলবান্দা ইউনিয়নের দরিদ্র নারীরা : নয়া দিগন্ত -

জামালপুরের ইসলামপুরে পবিত্র রমজান মাসে রেজিস্ট্রেশনবিহীন এনজিওর মালিক দিলিপ কুমার দেব নাথের প্রতারণার শিকার হয়েছে পলবান্দা ইউনিয়নের তিন সহস্রাধিক দরিদ্র পরিবার।
দরিদ্র ভুক্তভোগীরা জানান, রমজানের শেষ দিকে ১৪টি পণ্যের ঈদ প্যাকেজ দেয়ার কথা বলে রেজিস্ট্রেশনবিহীন এনজিও সোনার তরী সমাজসেবা সংঘের পরিচালক দিলিপ কুমার ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) ও ইউপি সদস্যদের সহায়তায় ৩০০ থেকে ৩৫০ টাকায় তিন সহস্রাধিক পরিবারকে প্রাথমিক সদস্য পদ দেন।
গত মঙ্গলবার পলবান্দা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুরের গুদামে আরো ৬৬০ টাকা নিয়ে পণ্য বিতরণ শুরু করা হয়। এ সময় ১৪ পণ্যের স্থলে পাঁচটি নিম্নমানের পণ্য বিতরণ শুরু হলে প্রতিবাদ করেন একজন ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে লাঞ্ছিত করেন এনজিওর ফুলু নামের এক ব্যক্তি। এ সময় বিক্ষুব্ধ হয়ে উঠেন ভুক্তভোগীরা। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইসলামপুর থানার এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। সংবাদকর্মীদের দেখে পণ্য বিতরণ বন্ধ করে গুদামে তালা লাগিয়ে সটকে পড়েন এনজিওর লোকজন।
এ ব্যাপারে পলবান্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এনজিও সোনার তরীর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। সাংবাদিকরা এনজিওর সরকারি অনুমোদন আছে কি না জানতে চাইলে এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি দিলীপ। তবে তিনি বলেন, অনুমোদনের জন্য সমাজ সেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমীন বলেন, উপজেলায় সোনার তরী সমাজসেবা সংঘ নামের কোনো এনজিওর অনুমোদন নেই।
এ ব্যাপারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদুল হক খানের ভাই ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মোর্শেদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা সমাজ সেবামূলক কার্যক্রমের জন্য আমার কাছে এসেছিল। তাই আমি উপজেলা সমাজসেবা অফিসারকে ফোন করেছি। তিনি আরো বলেন, পলবান্দা আমার নিজের ইউনিয়ন। এখানেই যদি প্রতারণা হয় সেটা মেনে নেয়া হবে না।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল