মুরাদনগরে খিড়া নদীতে নির্মাণ করা বাঁধ অপসারণ
- মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
- ০২ এপ্রিল ২০২৪, ০০:০৫
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা-কৃষ্ণপুর সড়কের কাজিয়াতল পূর্বপাড়া জব্বার হাজীর বাড়িসংলগ্ন খিড়া নদীতে নির্মিত বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। গত শনিবার ‘মুরাদনগরে খিড়া নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি নিচ্ছে ইটভাটায়’ শিরোনামে নয়া দিগন্তে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা এই বাঁধ অপসারণ করেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা নিপা বলেন, খিড়া নদীর বাঁধ অপসারণের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনতে পারিনি। ভূমি খেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা