সাভারে অপপ্রচার ও ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
সাভারে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ও ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের টোটালীয়া পাড়ায় এ মানববন্ধনে হামলার শিকার ব্যক্তিরা ও তাদের স্বজনরাসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন থেকে বক্তারা এলাকার চিহ্নিত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সন্ত্রাসী হামলার শিকার সাইফুল জামান বলেন, সাভার থানাধীন শ্যমলাপুর মৌজায় ২৬ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক তিনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জ্ঞাতসারে শান্তিপূর্ণভাবে ভোগদখলও করছেন তিনি। কিন্তু সেই জমিতে গিয়ে তিনি দেখতে পান বিবাদিদ্বয় জমিতে অনধিকার প্রবেশ করে জমির ওপর ইট, বালু, সিমেন্ট, রড, রেখে জমির চার পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে চেষ্টা করছে। তখন বাধা দিতে গেলে সোলেমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা করে। এতে সাইফুলসহ তার সাথে থাকা কয়েকজন গুরুতর আহত হন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সন্ত্রাসী হামলার শিকার সাইফুল জামান, রাজা আহম্মেদ, সেন্টু, ইমরান, মেহের লালসহ স্থানীয়রা।
উল্লেখ্য, গত ২১ মার্চ বৃহস্পতিবার জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল জামানসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় বাদল হোসেন গং বাদি হয়ে সাভার মডেল থানায় শ্যামলাপুর বাহেরচর এলাকার আহাম্মদ আলীর ছেলে সোলেমান ও আনছুর আলীর ছেলে আবুল হোসেনসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা