১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংগাইরে ফসলি জমি থেকে মাটি কাটায় ৬ জনকে জেল-জরিমানা

-

মানিকগঞ্জের সিংগাইরে ফসলি জমি থেকে গভীর রাতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুইজনকে পাঁচ লাখ টাকা জরিমানা ও চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপজেলার চান্দহর ইউনিয়নের ইসলামপুর মৌজার পালপাড়া, চক পালপাড়া, চর মূলবর্গ ও বায়রা ইউনিয়নের চর জামালপুর এবং ধলেশ্বরী নদীর পাড় এলাকায় বুধবার রাতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চান্দহর ইউনিয়নের চর মূলবর্গ গ্রামের সিরাজুল ইসলামকে তিন লাখ ও ইসলামপুর গ্রামের মুরাদ হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, চর জামালপুর গ্রামের আসিফুল ইসলাম, একই এলাকার সোহাগ হোসেন, হৃদয় হোসেন ও সজিবকে দুই মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।


আরো সংবাদ



premium cement