১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানির অভাবে জৌলুস হারাচ্ছে চলনবিল, ১৬ নৌরুট বন্ধ

পানিশূন্য গুমানী নদী : নয়া দিগন্ত -

চলনবিল অধ্যুষিত এলাকা পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের নদ-নদীগুলোতে পানি না থাকায় জৌলুস হারাচ্ছে চলনবিল। পানির অভাবে এসব অঞ্চলের নৌরুটগুলো বন্ধ হয়ে গেছে। প্রতি বছর মাঘ-ফাল্গুন মাস আসতে না আসতেই পানিশূন্য হয়ে পড়ছে এ এলাকার নদ-নদী, খাল-বিল। এর ফলে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। বিলুপ্ত হচ্ছে নানান প্রজাতির দেশী মৎস্য সম্পদ।
পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়ার আংশিক এলাকা নিয়ে বিস্তৃত চলনবিল। চলনবিল এলাকার অধিকাংশ নদ-নদীই দীর্ঘ দিন যাবত খনন করা হয়নি। ফলে নদ-নদীগুলোর নাব্যতা সঙ্কট বেড়েই চলেছে। অপরিকল্পিতভাবে আত্রাই, গুমানীসহ দুই-একটি নদী খনন করা হলেও তার সুফল পাচ্ছেন না এ এলাকার মানুষ।
বড়াল নদ পদ্মার চারঘাট মোহনা থেকে নাটোরের বাগাতিপাড়া, বড়াই গ্রাম হয়ে চাটমোহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নূরনগরের গুমানীর নদীর সাথে মিশে ফের বড়াল নামেই ভাঙ্গুড়া, ফরিদপুর বাঘাবাড়ি হয়ে হুরাসাগরের সাথে নাকালিয়া এলাকায় গিয়ে যমুনার সাথে মিশেছে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতেও নদটি স্রোত স্রোতস্বিনী ছিল। কিন্তু রাজশাহী থেকে নূরনগর পর্যন্ত নদটির অনেক স্থানে ক্রসবাঁধ দেয়ায় নদটির কিছু অংশ পানিশূন্য হয়ে পড়ে। ইতঃপূর্বে মাছ চাষের নামে নদটি লিজ দেয়া হতো। লিজ গ্রহীতারা নদকে খণ্ড খণ্ড করে ভাগ করে মাছ চাষ করতো। পরে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে লিজ দেয়া বন্ধ করে। বর্তমানে লিজ দেয়া বন্ধ থাকলেও এখন এটিকে ফের লিজ দেয়ার পাঁয়তারা চলছে।
বড়াল নদ উদ্ধারে বড়াল রক্ষা কমিটি দীর্ঘদিন যাবত আন্দোলন ও সংগ্রাম করে আসার ফলে চাটমোহর নতুন বাজার, বোঁথরঘাট ও রামনগর ঘাটের তিনটি ক্রসবাঁধ অপসারণ করা হয়। উজান অংশে অবৈধ দখলদাররা নদী বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ করায় এবং উৎস মুখ চারঘাটে পানি না থাকায় এ নদটি মরে যাচ্ছে। নদ মরে যাওয়ায় পদ্মার সাথে যমুনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। চাটমোহর থেকে বাঘাবাড়ি পর্যন্ত বর্ষায় অল্পকিছু দিনের জন্য বড়াল প্রাণ ফিরে পায়। বর্ষা মৌসুমে মাস চারেক এ নদে পানি থাকলেও বাকি আট মাস থাকে পানি শূন্য। এ ছাড়া বানগঙ্গা, তুলসী নদী, ভাদাই নদীসহ চলনবিলের অন্তত দশ বারোটি নদ-নদী এবং দুইশ’র অধিক খাল বিল খাড়ি এখন পানিশূন্য।
আত্রাইসহ দু-একটি নদী খনন করা হলেও নানা অনিয়মের কারণে মানুষ এর সুফল পাচ্ছে না। মূলত খননের নামে চলে মাটি ও বালু বিক্রির মহোৎসব। অনেক স্থানে নদের মাটি অন্যত্র সরিয়ে না নিয়ে নদীর মধ্যেই রাখা হয়। সেই মাটি বর্ষায় ফের নদের তলদেশে গিয়েই জমা হয়।
‘চলনবিল রক্ষায় আমরা’ সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, নদ-নদীগুলো শুকিয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ছে হাজার হাজার নৌশ্রমিক ও মৎসজীবী। অনেকেই পেশা পরিবর্তন করে ফেলেছেন। চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু বলেন, চলনবিল এলাকার নদ-নদীগুলোর তলদেশে ঢালের পরিমাণ কম। তাই, স্রোতের বেগও কম। উৎসস্থান থেকে নদীগুলোর দূরত্ব বেশি হওয়ায়, পানির সাথে আসা মৃত্তিকা কণা, বালুকণা, নুড়িকণা এবং অন্যান্য আবর্জনা নদীর তলদেশে সঞ্চয় হয়ে নদ-নদীর পানি ধারণক্ষমতা কমে যায়। ফলে শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যায় এবং বিপর্যয় ঘটে পরিবেশের।
বড়াল নদ রক্ষা কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান জানান, নদ-নদী-খাল-বিল চলনবিলের প্রাণ। এগুলো রক্ষা করতে না পারলে চলনবিল তার স্বকীয়তা হারাবে। আমরা দীর্ঘদিন যাবত এ নিয়ে আন্দোলন করে আসছি। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, বড়ালসহ বাংলাদেশের কোনো নদীই লিজ দেয়া যাবে না। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। দখলদারদের প্রতিহত করতে হবে। দখলে থাকা নদী উদ্ধার করে নিয়মমাফিক খনন করতে হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস

সকল