নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১
- রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
নওগাঁয় আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মোহসিন মল্লিক নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে নওগাঁ-১৬ বিজিবি। আটক মোহসিন মল্লিক নওগাঁর রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে। তিনি স্থানীয় বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিজিবির পক্ষ থেকে গত রোববার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নওগাঁ স্টেডিয়ামের সামনে থেকে মূর্তিসহ মোহসিনকে আটক করা হয়।
নওগাঁ সদর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে মোহসিন মল্লিককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা