বান্দরবানে সাড়ে ৪০০ পরিবার পেল নগদ অর্থ
- বান্দরবান প্রতিনিধি
- ২৬ মার্চ ২০২৪, ০০:০৫
বান্দরবানে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ ছাড়া এসব পরিবারের শিশুদের মাঝে দেয়া হয়েছে শিক্ষাসামগ্রী। গত রোববার সকালে শহরের কালাঘাটার ত্রিপুরা পল্লীতে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন পরিবার ও শিশুদের মাঝে অর্থ ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
ওয়ার্ল্ড ভিশনের অর্থায়ন ও স্থানীয় এনজিও গ্রাউসের সহযোগিতায় ১১২ পরিবারকে ১৮ হাজার করে নগদ অর্থ বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। সেই সাথে ১১২ জন শিশুকেও শিক্ষাসামগ্রী দেয়া হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, কাউন্সিলর অজিত দাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার স্টিভেন হালদার, গ্রাউসের চেয়ারপারসন মংথুইচিং মারমা প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবানের পাঁচটি ইউনিয়নের ৬৩ পাড়ার সাড়ে ৪০০ হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ১৮ হাজার টাকা করে নগদ অর্থ বিকাশের মাধ্যমে শর্তসাপেক্ষে প্রদান করা হবে। সেই সাথে এসব পরিবারের শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষাসামগ্রীও বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা