কাহালুতে গৃহবধূকে ধর্ষণ : কবিরাজ গ্রেফতার
- বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
- ২৯ মে ২০২৩, ০০:৫৮
বগুড়ার কাহালুতে গত ২১ মে, রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫৫) নামের কথিত কবিরাজকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট দীঘিরপাড়ের মৃত মুনু সাকিদারের ছেলে কথিত কবিরাজ আমজাদ হোসেন রাতে ওই গৃহবধূকে ঝাড়-ফুকের নামে নিজের বাড়িতে এনে ধর্ষণ করে। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তারা লম্পট কবিরাজ আমজাদকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমজাদকে আটক করে।
এ ব্যাপারে ভিকটিম গৃহবধূ বাদি হয়ে কাহালু থানায় আমজাদ হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পুলিশ ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা