বাজেটে শিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ দাবি বিএমজিটিএ’র
- ২৯ মে ২০২৩, ০০:৫৮
আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সংগঠনের মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ। তিনি বলেন, গত ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষাখাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষাখাতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। তাই আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কারিগরি ও মাদরাসা দু’টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদরাসাসহ সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রয়োজন রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদী হাসান সরকার, ফিরোজ আলম, এলিন তালুকদার, সহসভাপতি মোহাম্মদ আলী, কামরুনাহার প্রমুখ। ডেমরা প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা