নোয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বাকে মারধর
- নোয়াখালী অফিস
- ২৭ আগস্ট ২০২২, ০০:০৫
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদি হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজানের ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা ।
এ ঘটনার পর থেকে ধর্ষিতার পরিবারকে নানা ভয়ভীতি দেখিয়ে আসছিল তারা। পরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে ধর্ষকের পরিবারের সদস্যরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত বুধবার বিকেলে ধর্ষক রোমান ও তার ভাই রুবেল এসে ধর্ষিতা মেয়েটিকে এলোপাতাড়িভাবে মেরে জখম করে রেখে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা