নাটোরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
- নাটোর সংবাদদাতা
- ১৪ আগস্ট ২০২২, ০০:০৫
নাটোরে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজের পর ট্রেন লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নাটোর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদরের কালিকাপুর আমহাটি গ্রামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজের পর গ্রামের ট্রেন লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত যুবক নুরসাদ প্রামাণিক (৩৩) কালিকাপু আমহাটি গ্রামের মোহাম্মদ রুপচাঁদের ছেলে। নিহতের কপাল ও মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।
নাটোর থানার ওসি নাছিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নুরসাদ প্রামানিকের মৃত্যু কিভাবে হয়েছে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিক তদন্ত শেষে ও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা