কুমিল্লায় অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে চালকের মৃত্যু
- কুমিল্লা সংবাদদাতা
- ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে রাস্তায় পড়ে ফাহিম ভূঁইয়া (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বুড়িচং-রাজাপুর সড়কের হরিপুর এলাকার কালা ব্রিজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের কালাম ভূঁইয়ার ছেলে। অটোরিকশা চালানোর পাশাপাশি ফাহিম পাঁচোড়া স্কুলের নবম শ্রেণীতে লেখাপড়া করত।
সূত্র জানায়, অটোরিকশা চালক মাহিম এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বুড়িচং সদরে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। বাড়িতে ফেরার পথে চাদর পেঁচিয়ে অটোরিকশাসহ সে খালে পড়ে যায়। অজিফা বেগমসহ কয়েকজন মহিলা কর্মী সড়কে কাজ করা অবস্থায় আহত ফাহিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। বুড়িচং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা করিম ভূঁইয়া জানান, অভাবের সংসারে মাহিম ভূঁইয়া লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করত।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় আঘাত পেয়ে মারা যায় ফাহিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা