১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিদেশগামীদের জন্য করোনা ল্যাব স্থাপনের অনুমিত পেল কুমিল্লা মডার্ন হসপিটাল

-

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশগামীদের করোনা শনাক্তকরণে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমিত পেল কুমিল্লার মডার্ন হসপিটাল। এখন থেকে চট্টগ্রাম বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামীদের করোনা শনাক্তকরণ করা যাবে কুমিল্লার শাকতলায় অবস্থিত মডার্ন হসপিটালে। এতে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষ সহজেই হয়রানি ছাড়া করোনা টেস্ট করাতে পারবেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে মডার্ন হসপিটালকে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমিত গত ৫ ডিসেম্বর দেয়া হয়। এর আগে গত ১৭ নভেম্বর আগ্রহী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে ভার্চুয়ালি সভা করে স্বাস্থ্য অধিদফতর। ১৭টি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাচাই শেষে কুমিল্লার মডার্ন হসপিটাল দেশের বেসরকারি আরো তিনটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাস থেকে কুমিল্লার শাকতলায় অবস্থিত বেসরকারিভাবে প্রথম মডার্ন হসপিটালে আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement