রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী আবুল হোসেন
- কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
- ১৪ জুলাই ২০১৮, ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী আবুল হোসেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার আবুল হোসেন আশির দশকে দলে যোগদান করেন। ৯০ সালে এরশাদ সরকারের শাসনামল শেষ হলেও দলকে শক্তহাতে ধরে রেখেছিলেন আবুল হোসেন। ১৯৯৬ সালের নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টি।
রাজবাড়ী-২ আসন পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত। ৩১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটি। ৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নাজির হোসেন নিলু চৌধুরী এ আসন থেকে নির্বাচিত হন। এবার জাতীয় পার্টি পুরনো সেই আসন পুনরুদ্ধার করতে চায়। আর সে লক্ষ্যেই স্থানীয় জাপা নেতারা সিদ্ধান্ত নিয়েছেন দলের ত্যাগী নেতা হিসেবে আবুল হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা