বেতাগীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
- বেতাগী (বরগুনা) সংবাদদাতা
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বরগুনা জেলার বেতাগী উপজেলায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া, পাল্টা ধাওয়া, হামলা ও পরিশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদের আশপাশ এলাকাজুড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পৌর শহরে অতিরিক্ত পুলিশ, ডিবি পুলিশ এবং নৌবাহিনী মোতায়েন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বেতাগী গালর্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবিরের মধ্যে কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে দুই গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘণ্টা ধরে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপে কমপক্ষে ৩০ জন আহত হন। এ ছাড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এসআই এমাদুল, এএসআই জাহিদুল ও এক পুলিশ কনেস্টেবলও আহত হন।
সংঘর্ষে আহত উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তার ছেলে সোয়েব কবির তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির বলেন, হুমায়ুন কবির মল্লিক আমার ছেলে সোয়েব কবিরের মাথায় আঘাত করে তাকে আহত করেছেন। দলের হাই কমেন্টের কাছে এর বিচার দাবি করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা