২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

টাঙ্গুয়ার হাওরে শিকারিদের বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু

-

মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের দেয়া বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা যাওয়ায় অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে এ ঘটনা ঘটে। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের ক্ষতিগ্রস্ত খামার মালিক সুজন মিয়া ঘটনার রাতেই একেই গ্রামের তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত সুজন মিয়া জানান, একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে হাঁসের খামার তৈরি করেন। খামারে তার এক হাজার ১০০টি হাঁস আছে। তিনি একজন কর্মচারীসহ নিজেই হাঁসের লালন পালনের কাজ করেন। হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন। কিন্তু পাখি শিকারিরা আমাকে নিঃস্ব করে দিয়েছে।
ধানের সাথে শিকারিদের দেয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থাও খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে। থানায় অভিযোগ দিয়েছি। আমি পাখি শিকারিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তাহিরপুর থানা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement