২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

তিতাসের সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

তিতাস উপজেলার উলুকান্দি-কালাইগোবিন্দপুর সড়ক : নয়া দিগন্ত -

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়কের পাকাকরণ কাজ বন্ধ থাকায় কুমিল্লার তিতাস উপজেলার ছয়টি গ্রামের ২০-২২ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ৫ আগস্টের পর সড়কটি বেহাল দশায় রেখে ঠিকাদার নজরুল ইসলাম লাপাত্তা রয়েছেন। সড়কের বিভিন্ন স্থানে ঠিকাদার সুরকি ও ইট স্তূপাকার করে রেখেছে। এতে উপজেলার উলুকান্দি, উত্তর ও দক্ষিণ শ্রী নারায়ণকান্দি ও কালাইগোবিন্দপুরসহ ছয়টি গ্রামের মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। পাশের বাড়িঘরের ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি জমে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও ধস নেমেছে। বিরাজমান এক বিশ্রী অবস্থা।
উপজেলার মাছিমপুর-আসমানিয়া সড়কের বাতাকান্দি বাজারের পূর্ব পাশের নির্মাণাধীন সেতুর পাশ থেকে ২ কিলোমিটার দীর্ঘ উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়ক। এ সড়কের এক হাজার ২০০ মিটার স্থান পাকাকরণ কাজের জন্য ২০২৩ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। প্রাক্কলিত নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে এক কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৮১৪ টাকা। ২০২৩ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ দেয়া হয়েছে। সড়ক পাকাকরণ প্রকল্প সম্পন্নের মেয়াদ ছিল ২০২৪ সালের ২৭ নভেম্বর। কাজটি পেয়েছে মেসার্স জিরু-২ ইনফিনিটি কোম্পানি। এ সড়কের ১০ ইঞ্চি উচ্চতায় এক হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ স্থানে বক্স কাটিং করে অনিশ্চিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। নির্মাণ কাজ ১০ মাস ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র বাতাকান্দি বাজার। এলাকার মানুষের জীবন-জীবিকার অনেক উপাদান এ বাজারকে ঘিরেই। জনদুর্ভোগ নিরসনে সড়কটি দ্রুততম সময়ে পাকাকরণ কাজ শেষ করতে ভুক্তভোগী এলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকার সমাজসেবী কামরুল ইসলাম, হজরত আলী, রাসেল আহমেদ, প্রবাসী আবদুল লতিফ বলেন, কালাইগোবিন্দপুর, উলুকান্দি,উত্তর ও দক্ষিণ শ্রী নারায়ণকান্দি গ্রামের অধিকাংশ লোকের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য কেনাবেচা সবই বাতাকান্দি বাজারকেন্দ্রিক।
উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। গাজীপুর হয়ে ৫ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে বাড়তি অর্থ ব্যয় করে বাতাকান্দি বাজারে মালামাল পরিবহন করতে হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মেয়াদ বৃদ্ধির জন্য ঠিকাদার আবেদন করেছে। সিডিউল অনুযায়ী ঠিকাদারকে অবশ্যই কাজ সম্পন্ন করতে হবে। ফান্ডের কোনো সমস্যা নেই। তবে গ্যাস সঞ্চালন লাইনের কাজের দরুন ঠিকাদারের নির্মাণসামগ্রী পরিবহনে মাঝে বেশ সমস্যা হয়েছিল। এখন দ্রুত এই সড়কের পাকাকরণ কাজ শেষ হবে।

 


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি

সকল