বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় মাহফিল বন্ধ
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুমিল্লার নাঙ্গলকোটের খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদরাসায় গতকাল শুক্রবার তাফসিরুল কুরআন মাহফিল হওয়ার কথা থাকলেও এদিন সকালে মাহফিল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতা গাজী জাফর, গাজী জয়নাল আবেদীন, গাজী নজির ও ফয়েজ আহমেদের নেতৃত্বে মাহফিলে সমস্যা হবে বলে হুমকি দেয়।
তাফসির মাহফিলে বাধা প্রদানকারী আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতাকর্মীরা নজির আহমেদ ভূঁইয়া না এলে মাহফিল হতে পারবে বলে জানিয়ে দেয়। এ অবস্থায় আয়োজকরা প্রধান অতিথিকে বাদ দিলে তার সম্মানহানী হবে দাবি করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাহফিল বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত গাজী জাফর বলেন, আমি আব্দুল গফুর ভূঁইয়ার রাজনীতি করি। মাহফিলে আমরা বাধা প্রদান করিনি শুধু বলেছি যেহেতু আমার নেতৃত্বে গ্রামে একটি বিএনপির অফিস আছে তাই মাহফিলে সমস্যা হলে আমরা দায়ী থাকব না।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন মাহফিল বন্ধের বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খবর নিয়ে দেখব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা