২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দর্শনায় নিষ্ক্রিয় করা হলো উদ্ধার ৬ বোমা

-


চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ধারকৃত ছয়টি বোমা কেরু চিনিকলের পুকুরপাড়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় পুরো শহর ও আসপাস এলাকা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। গতকাল শুক্রবার ভোরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

দর্শনা থানা পুলিশ জানান, গত বৃহস্পতিবার সকালে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রুবেল হোসেনের বাড়ির পাস থাকে দু’টি এবং পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামের মাঝেরপাড়া মসজিদের পেছন থেকে চারটিসহ মোট ছয়টি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সারা দিনব্যাপী বোমাগুলো সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় রাখা হয়। ওইদিন রাতে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের-৫ ইউনিটের বোম নিষ্ক্রিয় দলকে খবর দেয়া হয়। পরে শুক্রবার ভোর ৪টার দিকে কেরু চিনিকলের পুকুরপাড়ে ছয়টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, এ বিষয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আ: মান্নানের ছেলে রুবেল হোসেন বাদি হয়ে একটি মামলা করেন, সন্দেহভাজন দর্শনা পৌরসভার দ. চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে আলিহিম হোসেনকে (৫০) আটক করে প্রাথমিক জিজ্ঞাসা করা হয়, বাকি আসামি ধরার চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথকভাবে ছয়টি বোমা উদ্ধার করে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের- ৫ ইউনিটের ও যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। সে বিষয়েও কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দু’টি মামলা দায়ের করেছিল। দর্শনা শিল্প ও সীমান্ত শহর বর্তমানে বোমা আতঙ্কের মধ্যে রয়েছে।


আরো সংবাদ



premium cement