১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

মুন্সীগঞ্জে মেঘনায় দাপিয়ে বেড়াচ্ছে ৩ ডাকাতদল

-

  • খুন আর গুলিবিনিময় এখন নিত্য ঘটনা
  • ৩০ জানুয়ারি নিহত হয় ২ ডাকাত

অবৈধ বালু উত্তোলনে আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক ঘটনায় মুন্সীগঞ্জের মেঘনাবক্ষে বেপরোয়া হয়ে উঠেছে ডাকাত বাহিনী। জেলা সদর ও গজারিয়া উপজেলার মেঘনা নদীতে খুন আর গুলি বিনিময় এখন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে। মেঘনায় এখন এসব কাজে সক্রিয় রয়েছে নয়ন-পিয়াস, কিবরিয়া মিজি ও কানা জহিরের নেতৃত্বাধীন তিনটি ডাকাত দল।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যা রাতে জেলা সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের অদূরে মেঘনায় দুই ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিবরিয়া মিজি ও জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের লোকজনের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন রিফাত হোসেন তুহিন (২৮) ও রাসেল ফকির (৩৩)। গুলিবিদ্ধ আইয়ুব আলীকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। নিহত রিফাত হোসেন তুহিনের বাড়ি চাঁদপুরের মতলবে। অপর নিহত রাসেল ফকির জেলা সদরের আধারা ইউনিয়নের ভাষানচর গ্রামের কামাল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিতে কিবরিয়া ও কানা জহির বাহিনীর মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা ও অপর জনকে ঢামেকে প্রেরণ করেন। তিনি দাবি করেন, গোলাগুলির ঘটনাটি চাঁদপুরের মেঘনা নদীতে হয়েছে। তবে, চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সীমানায় কালীরচর গ্রামসংলগ্ন ভাষানচরে। আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখছি।
পুলিশ সূত্র জানায়, কিবরিয়া মিঝি জেলা সদরের কালীরচর গ্রামের মৃত বাতেন মিজির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও মতলব উত্তর থানায় ডজনখানেক মামলা রয়েছে। একই গ্রামের মোহাম্মদ বেপারীর ছেলে জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর, চাঁদপুর, গজারিয়া ও লৌহজং থানায় হত্যা ও ডাকাতিসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।

এ দিকে, গত ১০ জানুয়ারি দিনগত রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা গ্রামের মেঘনা শাখা নদীতে স্পিডবোটে মহড়া দিতে গিয়ে ট্রলারের সাথে নয়ন-পিয়াস বাহিনীর গুলাগুলিতে চার ডাকাত সদস্য নিহত হয়। এরা হচ্ছে ওদুদ বেপারী (৩৬), বাবুল সরকার (৪৮), সাবিক (২৬) ও নাঈম (২৪)। রাতের মেঘনায় নয়ন-পিয়াস বাহিনীর ওই সদস্যরা নৌযানে চাঁদাবাজি করতে স্পিডবোট নিয়ে মেঘনায় নেমেছিল বলে জানায় নদী তীরবর্তী বাসিন্দারা।
এর আগে বালু উত্তোলনের দ্বন্দ্বের জেরে খুন হয়েছে মেঘনার কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান উজ্জ্বল খালাসী ওরফে বাবলা (৪২)। গত বছরের ২২ অক্টোবর সকালে জেলার গজারিয়া উপজেলার মল্লিকেরচর গ্রামের একটি বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষের গুলিতে খুন হন বাবলা।
ডাকাত দলের আরেক বাহিনীর নাম নয়ন বাহিনী। এই বাহিনীর প্রধান নয়ন সরকার হচ্ছেন জেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাতের সরকারের ছেলে। এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ডের নাম পিয়াস সরকার। তিনি একই গ্রামের মাহমুদ আলীর ছেলে। ডাকাত নয়নের বিরুদ্ধে মুন্সীগঞ্জসহ নদীবেষ্টিত বিভিন্ন জেলার থানাগুলোতে ৩২টি মামলা রয়েছে। এ ছাড়া পিয়াসের বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা। জেলা সদরের আধারা ইউনিয়নের জাজিরা গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরে রাতের আঁধারে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারকে (৩৫) হত্যার অভিযোগ রয়েছে নয়ন বাহিনীর বিরুদ্ধে।

গত বছরের ১ নভেম্বর দিনগত রাত ১০টার দিকে প্রতিপক্ষরা তাকে হত্যা করে বলে নিহতের পরিবারের দাবি। তবে পুলিশ বলছে, স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলারের সাথে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু হয়। পরিবার ও পুলিশের ভিন্ন মতের কারণে যুবদল নেতার মৃত্যু এখনো রহস্যের বেড়াজালেই আবদ্ধ। এ ঘটনায় নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে আটজনের নাম উল্লেখ ও আরো ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যামামলা দায়ের করেন। এ মামলায় ডাকাত গ্রুপ কিবরিয়া বাহিনীর প্রধান কিবরিয়া মিজিকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
মেঘনাবক্ষে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজিতে ডাকাত বাহিনীগুলোর মধ্যকার সাম্প্রতিক খুনাখুনি ও গোলাগুলি প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, নদীতে নৌ-পুলিশ ও কোষ্টগার্ড রয়েছে। এটা তাদের কাজ। নৌ-পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে থাকে। আমরাও তাদের সহযোগিতা করে আসছি।


আরো সংবাদ



premium cement
সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪ কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ লক্ষ্মীপুরে আগুনে ২০ দোকান পুড়ে ছাই বকশীগঞ্জ মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত মির্জাগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরে ডেভিল হান্টের তৃতীয় দিনে গ্রেফতার ৮১ জন দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল