সৌদি আরবে নিহত নাবিলের বাড়িতে শোকের মাতম
- মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত মাগুরার মহম্মদপুরের নাবিল মাহমুদ (২৫) মারা গেছেন। গত শুক্রবার রাতে সৌদি আরবেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সংবাদের ৫০ ঘণ্টা পার হলেও ছেলের মুখ দেখতে না পেরে নিঃশেষ হয়ে যাচ্ছেন মা। কখনো বুকে চাপড় দিচ্ছেন। কখনো বিছানায় ঢলে পড়ছেন। এখন তার কথা একটাই ‘আমার মনির মুখটা ইট্টু দেহাও’।
নাবিলের চাচাতো ভাই ইফতেখারুল ইসলাম জানান, এক মাস আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১৭ দিন আইসিইউতে ছিল। এরপর তাকে বেডে রাখা হয় ১৫ দিন। এর মধ্যে তাকে দেশে পাঠাতে প্লেনে ওঠানোর পর তার অবস্থা খারাপ হতে থাকে। পরবর্তীতে হাসপাতালেই সে মারা যায়। স্থানীয়রা নাবিলের লাশ দ্রুত দেশে ফেরানোর জন্য সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
এদিকে একদিকে শোক অন্যদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন বাবা জুবায়ের আলম পিকুল। তিনি জানান, আমি একটা বীমা কোম্পানিতে চাকরি করতাম। কোম্পানি আমারে ডিসচার্জ করে দেয়। ঋণ করে তারে বিদেশ পাঠাই। এখন আমার সব আশা শেষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা