মাদকের বিষয়ে কোনো শক্তিকেই ছাড় দেয়া হবে না : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ডিজি
- মানিকগঞ্জ প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে আমরা কোন শক্তিকেই ছাড় দেব না। মাদক ব্যবসা, ব্যবহারকারী, গডফাদারসহ মাদকের সাথে জড়িত সবাইকেই কঠোর হস্তে দমন করা হবে।
মঙ্গলবার মানিকগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, সিভিল সার্জন ডা: মো: মোকছেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়ারেস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আহসানুল কবির বুলবুল, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: শাহানুর ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা