তালতলীতে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা
- বরগুনা প্রতিনিধি
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বরগুনার তালতলীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে সন্ত্রাসী হামলার শিকার দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা ইউসুফ আলীসহ তিনজনের ওপর হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবুল কালাম গাজী, সাবেক যুবলীগ নেতার অনুসারী সন্ত্রাসী আমির হোসেনসহ নয়জনের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বগির বাঁধ ঘাট এলাকায় জমি দখল করে ঘর নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গেলে নয়া দিগন্ত সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এ ঘটনার সময় ভিডিও ধারণ করতে গেলে আরো দুই সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের তোপের মুখে পড়ে থানা পুলিশও নিরুপায় হয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত সাংবাদিক ইউসুফকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মামলার বিষয়ে তালতলী থানার ওসি শাহজালাল বলেন, এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা