বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদ
- নোয়াখালী অফিস
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে পৌর বিএনপির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু নাছের বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন একটু স্বস্তিতে থাকার কথা, ঠিক ওই সময়ে কোনো এক ব্যক্তি বাদি হয়ে তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা