০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

হাসিনার বিরুদ্ধে ১৬ বছর আন্দোলন হয়েছে : আমান

-

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সুমন গুম হয়েছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেককে খুন করেছে। অনেককে শহীদ করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতার সমন্বয়ে জুলাই-আগস্টের বিপ্লব ও গণ-অদ্ভূত্থান সংঘটিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় নেতারা।


আরো সংবাদ



premium cement

সকল