ফেনীতে আহতরা পেলেন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা
- ফেনী অফিস
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফেনীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় শুরু হয়েছে দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প। ‘এথসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে এ উদ্যোগ নেয় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সমাজ সেবা অধিদফতর। গতকাল বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন।
সিভিল সার্জন ডা: মোহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম সোহরাব আল হোসাইন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: ব্রজগোপাল, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা: মোবারক হোসেন দুলাল, অর্থোপেডিক ডা: মশিউর রহমান ও ডা: জামাল উদ্দিন, সার্জারি বিশেষজ্ঞ ডা: আদনান আহমেদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: শরিফুল ইসলাম জনি ও ডা: শরিফুল কবির, মেডিক্যাল অফিসার ডা: সুনন্দা সেন ও ডা: রুবেল রায় চিকিৎসা দিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: ইমরান হোসেন ইমু জানান, আন্দোলনে আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তভর্ভুক্তি হয়েছে।
জেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী জানান, ‘মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আহত ব্যক্তিদের সমাজ সেবা বিভাগের পক্ষ থেকে প্রয়োজন মতো ওষুধ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্প চলবে। এ জন্য ওষুধ পর্যাপ্ত পরিমাণ রাখা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা