গাজীপুরে এক বছরে ৭৯৪টি নারী নির্যাতন
- গাজীপুর প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে গত এক বছরে ৭৯৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয়রানি, ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, অপরহরণের মতো ঘটনা রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা শহরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তারা প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে গাজীপুর জেলায় যৌন হয়রানির ঘটনা ২২টি, যৌতুকের জন্য নির্যাতন ৪০টি, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২টি, গণপরিবহনে নির্যাতন ১৭টি, বাল্যবিবাহ ৫৫টি, ইভটিজিং ১৪৩টি, অনলাইনে যৌন হয়রানি ৩১টি, অপহরণ ১২টি, অপহরণের চেষ্টা ২টি ও অন্যান্য ১৩৬টিসহ মোট ৭৯৪টি ঘটনা ঘটে। এ ছাড়াও একই বছরে জেলায় মোট ২৩ জন নারী ধর্ষণের এবং ৭ জন ধর্ষণ চেষ্টার শিকার হন। একই সময়ে গাজীপুরে ১৪ জন নারী বিভিন্নভাবে হত্যার শিকার হন, ১৮ জন নারীর লাশ উদ্ধার এবং ৪ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হন।
আসক’র অগ্নি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গাজীপুর জেলার ৫টি উপজেলার সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে সভায় জানানো হয়। আসক আয়োজিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী আসমা খানম রুবা, গাজীপুর জেলা ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আনজুম অর্পি প্রমুখ।
সভায় নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে পূর্ণাঙ্গ আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা