২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য

গাজীপুরে এক বছরে ৭৯৪টি নারী নির্যাতন

-

গাজীপুরে গত এক বছরে ৭৯৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয়রানি, ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, অপরহরণের মতো ঘটনা রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা শহরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তারা প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে গাজীপুর জেলায় যৌন হয়রানির ঘটনা ২২টি, যৌতুকের জন্য নির্যাতন ৪০টি, শারীরিক ও মানসিক নির্যাতন ৩২২টি, গণপরিবহনে নির্যাতন ১৭টি, বাল্যবিবাহ ৫৫টি, ইভটিজিং ১৪৩টি, অনলাইনে যৌন হয়রানি ৩১টি, অপহরণ ১২টি, অপহরণের চেষ্টা ২টি ও অন্যান্য ১৩৬টিসহ মোট ৭৯৪টি ঘটনা ঘটে। এ ছাড়াও একই বছরে জেলায় মোট ২৩ জন নারী ধর্ষণের এবং ৭ জন ধর্ষণ চেষ্টার শিকার হন। একই সময়ে গাজীপুরে ১৪ জন নারী বিভিন্নভাবে হত্যার শিকার হন, ১৮ জন নারীর লাশ উদ্ধার এবং ৪ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হন।
আসক’র অগ্নি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গাজীপুর জেলার ৫টি উপজেলার সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে সভায় জানানো হয়। আসক আয়োজিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী আসমা খানম রুবা, গাজীপুর জেলা ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আনজুম অর্পি প্রমুখ।
সভায় নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে পূর্ণাঙ্গ আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement
ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব?

সকল