ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে কৃষক নিহত
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাশের বাড়ির ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো: আলম (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ির পাশেই এই হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মো: আলম নিজ জমিতে কাজ করছিলেন এ সময় পাশের বাড়ির গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন এবং নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া শুরু হয়। তিনি তখন নিজের কাজ ফেলে ওই দুই ভাইকে নিবৃত করতে গেলে ছোট ভাই সোহরাব উদ্দিন তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মো: আলমকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো: সাখাওয়াৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা