২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

গোপন বৈঠক থেকে আ’ লীগের ৮ নেতাকর্মী আটক

-

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগের আট নেতকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার রাতে পৌর এলাকার পাথালিয়ায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আক্রাম হোসেন, আব্দুল মজিদ, গুয়াবাড়ি এলাকার হেলাল উদ্দিন, ছানুর অফিস সহকারী পাথালিয়া মধ্যপাড়া এলাকার রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া গ্রামের মো: শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো: আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement