২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`
১৩ লাখ টাকায় ল্যাব সহকারী নিয়োগ

ভাগাভাগির তালিকা প্রকাশ্যে আসায় তোলপাড়

-

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৩ লাখ টাকা ঘুষের বিনিময়ে ল্যাব সহকারী পদে নিয়োগ এবং ঘুষের টাকা ভাগবাটোয়ারার তালিকা জনসমুক্ষে আসায় তোলপাড় শুরু হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে প্রায় ১৩ লাখ টাকা ঘুষ নিয়ে ল্যাব সহাকারী পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই মাদরাসার সহ-সুপার ও ল্যাব সহকারী নিয়োগে অধ্যক্ষের সিল ও স্বাক্ষরসংলিত ১২ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ভাগবাটোয়ারার একটি হিসাব প্রকাশ্যে আসায় তোলপাড় শুরু হয়েছে।
সরেজমিন গিয়ে জানা গেছে, ২০২৪ সালে আ’লীগ সরকারের আমলে নিয়মনীতি উপেক্ষা করে মাদরাসা অধ্যক্ষ আব্দুল খালেক গোপনে পত্রিকায় সহকারী সুপার ও ল্যাব সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর অধ্যক্ষ ওই দুই পদে নিয়োগ প্রদানের জন্য সহ-সুপার আব্দুল মজিদ ও ল্যাব সহকারী নুর আলমের কাছে একটি ডায়েরির পাতায় সিল ও স্বাক্ষর দিয়ে ১২ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা ঘুষ নেন।

ডায়েরির পাতায় দেখা যায়, অধ্যক্ষ আব্দুল খালেক ওই দুই পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটির সদস্য, ডিজির প্রতিনিধি, গভর্নিং বডির সভাপতিসহ সবার নামে ঘুষের টাকা আদায় করেন।
এ বিষয়ে মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার সহকারী অধ্যক্ষ আব্দুল মজিদের সাথে কথা হলে তিনি বলেন, আমি এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে এখানে যোগদান করেছি। ওই মাদরাসার ল্যাব সহকারী নুর আলমের সাথে কথা হলে তিনি ঘুষের বিষয়টি এড়িয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা জানান। মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ডায়েরির পাতায় যে স্বাক্ষর ও সিল রয়েছে তা আমার নয়। তিনি আরো বলেন, গত বছর নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই দুই প্রার্থী মাদরাসায় যোগদান করেছেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। যেহেতু তাদের নিয়োগ হয়ে গেছে। ঝামেলা করার কী আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মাদরাসা শিক্ষা অধিদফতরের উপ পরিচালক (প্রশাসন) জাকির হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘুষ নিয়ে নিয়োগ দেয়ার কোনো বিধান নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা মার্কো রুবিও হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সকল