২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`
রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল

চায়না মেশিন দিয়ে বিল নিয়েছে জার্মানির দামে

-

রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯টি এনেস্থেসিয়া ভেপোরাইজার মেশিন কেনা হয় চায়না থেকে, আর এগুলোর বিল নেয়া হয় জার্মানির দামে। এসব দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে দুদকের অভিযানে। অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দুদকের পক্ষ থেকে।
গতকাল সোমবার ৩টায় এই অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটার, প্যাথলোজি, অর্থপ্যাডিক্স বিভাগে যান তারা। অভিযানের নেতৃত্ব দেন দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
অভিযানের সময় সরবরাহকৃত মেশিনপত্রে অসঙ্গতি দেখতে পান দুদক কর্মকর্তারা। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন কিছু মেশিনের গায়ে স্টিকার নেই, কিছুতে চীনের স্টিকার রয়েছে। প্যাথলজি বিভাগে চারটি মেশিনের মধ্যে দু’টি নষ্ট পান তারা।
অভিযান শেষে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক শাওন মিয়া জানান, নিওমো গত বছরে এপ্রিল মাসে অনেক মেশিন সরবরাহ করে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাতে অভিযোগ ওঠে দরপত্র অনুযায়ী মেশিনগুলো জার্মান থেকে কেনার কথা থাকলেও চীন থেকে কেনা হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও ১৯টি এনেস্থেসিয়া ভেপোরাইজার সরবরাহ হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি।
দুদক কর্মকর্তা আরো জানান, মেশিনগুলো কেনার কথা ছিল জার্মানের হায়ার কোম্পানি থেকে। কিন্তু তারা কিনেছে চায়না থেকে। আমরা ক্ষতিয়ে দেখলাম এগুলোতে কোনো প্রকার সিরিয়ার নম্বর নেই। একেকটার গায়ে একেক ঠিকানা লেখা। তারা চায়না মালের বিল নিয়েছে জার্মানি মেশিন সরবরাহ করার মিথ্যা তথ্য দিয়ে। এ ধরনের অসঙ্গতি আমাদের নজরে এসেছে। আংশিকভাবে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, এই মেশিনপত্রগুলো কেনাকাটার সাথে হাসপাতালের কোনো সম্পৃক্ততা নাই। নিওমি থেকে আমাদের সরবরাহ করা হয়েছে। কাগজপত্রে দেখা গেছে প্রতিটি মেশিনের দাম ৪ লাখ। এখন এ বিষয়ে যে সিদ্ধান্ত হবে সেটা আমরা বাস্তবায়ন করবো।

 


আরো সংবাদ



premium cement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা মার্কো রুবিও হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সকল