২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ফুলতলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২ শিক্ষার্থী ছুরিকাহত

-


খুলনার ফুলতলার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল দুপুর ১২টায় পিঠামেলায় মেয়েদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগত বখাটেদের ছুরিকাঘাতে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দুই ছাত্র গুরুতর জখম হয়েছে। আহত শিক্ষার্থী তামিম মাহমুদ (১৭) ও রউফুল কায়েস ঈশানকে (১৬) গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা বহিরাগত সন্ত্রাসী হাসিব শেখ (২০) ও বাধন মিনাকে (১৮) আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী পিঠামেলা উৎসব শুরু হয়। রোববার দুপুরে বহিরাগত চার যুবক মেলার মাঠে এসে মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে বহিরাগতরা কৌশলে তাদেরকে স্কুলের পেছনে নিয়ে ছুরিকাঘাত করে। এতে দামোদর গ্রামের তৌহিদ আজম বুলবুলের ছেলে রউফুল কায়েস ঈশানের পিঠে ও কোমরে এবং একই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে তামিম মাহমুদের মাথা ও কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়।

এ দিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে ফুলতলার পাড়িয়ারডাঙা গ্রামের বিল্লাল শেখের ছেলে হাসিব শেখকে ধারালো সেভেনগিয়ারের চাকুসহ এবং তার সাথী একই গ্রামের শাহাজাহান মিনার ছেলে বাধন মিনা ওরফে বাদলকে ধরে গণপিটুনি দেয়। এ সময় তাদের সহযোগী অপর দুই যুবক পালিয়ে যায়।
থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ঘটনায় ব্যবহৃত চাকুসহ দুই যুবককে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
মেডিক্যাল ভর্তি পরীক্ষা : কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার রাজনীতিতে স্লোগান নয়, মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে : মির্জা ফখরুল ৮ দফা না মানলে সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট ঘোষণা বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী জাতিসঙ্ঘের নির্বাচনী মিশনের সাথে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত সিরাজদিখানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, গুরুতর আহত ৬ চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা

সকল