২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`
ভেঙে যাচ্ছে নতুন ও পুরাতন সড়ক

বুড়িচংয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর

বুড়িচংয়ের বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে মাটিবাহী ট্রাক্টরের চলাচল : নয়া দিগন্ত -

কুমিল্লার দুঃখ গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রাম স্মরণকালের বন্যায় প্লাবিত হয়ে যায়। ভেসে যায় বাড়ি-ঘর, রাস্তা-ঘাট। ২০ বছর পর হঠাৎ বন্যার কারণে মানুষের দুর্ভোগ বৃদ্ধি পায়। গোমতীর বাঁধ ভাঙার কারণে এক রাতের মধ্যেই বুড়িচং উপজেলার ৫টি ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সব রাস্তাঘাটগুলো পানির নিচে চলে যায়। সড়কের বিকল্প নৌযান না থাকায় সড়কগুলোতে অবাধে চলাচল করার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে বেশির ভাগ সড়ক নষ্ট হয়ে গেছে, যার কিছু মেরামত করা হয়েছে আবার কিছু মেরামত হয়নি।
বন্যা পরবর্তীতে নাজুক সড়কগুলোতে মাটি বহনকারী অধৈব ট্রাক্টর চলাচলের কারণে নতুন পুরাতন সব সড়কই ভেঙে যাচ্ছে। বিভিন্ন ব্রিক ফিল্ডের মাটি বহনকারী ট্রাক্টরগুলো অবাধে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। তা ছাড়া সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন ঘর-বাড়ি নির্মাণের জন্য ইট, বালু সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহনকারী হাল চাষের ট্রাক্টর ও ড্রাম ট্রাক্টরগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করে চলাচল করায় সড়কের বারোটা বাজতে শুরু করেছে। ড্রাম ট্রাক্টরগুলোর লোড নেয়ার মতো সড়ক বুড়িচংয়ে নেই।

লোকালয়ের সড়কগুলো মূলত মোটরচালিত ও সিএনজিচালিত অটোরিকশা এবং সাধারণত হালকা যানবাহন চলাচলের জন্য করা হয়। কিন্তু এসব সড়কে ড্রাম ট্রাক্টরের মতো ভারি যানবাহনগুলো চলাচল করায় পিচ উঠে যায় আবার কোথাও কোথাও সড়ক ভেঙে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। গ্রামীণ সড়কের প্রতি সরকার কিংবা স্থানীয় নেতাদের নজর থাকে কম। তাই বছরের পর বছর জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।
এসব ট্রাক্টরের চাকার বড় বড় বিটগুলো কাঁচা সড়কের মাটি এবং পাকা সড়কের পিচ আলগা করে ফেলে। এই ট্রাক্টরের বৈধ কোনো কাগজপত্র নেই এবং চালকদেরও কোনো লাইসেন্স নেই।
স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলার নিকটবর্তী বুড়িচং উপজেলা। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কুমিল্লা অফিসের পক্ষ থেকে যদি সঠিক তদারকি করা হতো তাহলে এভাবে লাইসেন্সবিহীন মাটি ট্রাক্টরগুলো সড়কে দাপিয়ে বেড়াতে পারত না এবং সড়কগুলো এতো ক্ষতি সাধন হতো না।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, বিআরটিএ-এর দায়িত্বশীলদের নিয়ে অচিরে অভিযান পরিচালনা করা হবে।


আরো সংবাদ



premium cement
মেডিক্যাল ভর্তি পরীক্ষা : কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার রাজনীতিতে স্লোগান নয়, মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে : মির্জা ফখরুল ৮ দফা না মানলে সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট ঘোষণা বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী জাতিসঙ্ঘের নির্বাচনী মিশনের সাথে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত সিরাজদিখানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, গুরুতর আহত ৬ চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা

সকল