জনবলের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হকার, ইজিবাইক পার্কিং ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ব্যে রোগীদের ভোগান্তি বেড়েছে। অপরদিকে হাসপাতালে জলবল সঙ্কটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলার ষোলঘরে অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনায় চলছে খুড়িয়ে খুড়িয়ে চিকিৎসাসেবা প্রদান।
দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরজুড়ে যত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে অসংখ্য ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যান। হাসপাতালের বহির্বিভাগের বাইরে ও ভেতরে অর্ধশত রিপ্রেজেন্টিটিভকে ভিড় করতে দেখা গেছে। রোগীদের হাত থেকে ডাক্তারের ব্যবস্থাপত্র এক প্রকার ছিনিয়ে নিচ্ছে তারা। একে একে মোবাইল ফোনে ব্যবস্থাপত্রের ছবি তুলে রোগীর সময় নষ্ট করছে। এতে বেশি হয়রানির শিকার হচ্ছেন নারী রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা বলতে কিছুই নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। হাসপাতালে ঢুকতে প্রধান গেটের পাশে ও চত্বরজুড়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা, পানি নিস্কাশনের ড্রেনে জমে আছে ময়লাযুক্ত নোংরা পানি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদের মধ্যে প্রায় অর্ধেক পদই শূন্য। জনবল সঙ্কটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এর আওতায় ১৪টি ইউনিয়নভিত্তিক পরিচালিত উপস্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকেও চিকিৎসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। দেখার যেন কেউই নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু তোহা মোহাম্মদ শাকিল বদলি হওয়ার পর হাসপাতালের অবস্থা আরো বেহালের দিকে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বরবিহীন একমাত্র অ্যাম্বুলেন্সটিও প্রায় আড়াই বছর ধরে নষ্ট। অথচ হাসপাতালের গাড়িচালক শাহ জালাল নিজের কেনা অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যদিও এই সিস্টেমে ঢাকা মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত রোগী বহনে হাসপাতাল কর্তৃপক্ষ ভাড়া (৩ হাজার টাকা) নির্ধারণ করে দেয়। জালালের ব্যক্তিগত অ্যাম্বুলেন্স ছাড়াও হাসপাতালটিতে বহিরাগত সিন্ডিকেটের আওতায় রয়েছে চার-পাঁচটি অ্যাম্বুলেন্স।
গত ডিসেম্বর মাসের প্রথমদিকে নতুন স্বাস্থ্য কর্মকর্তা যোগদান করেন। উপজেলাবাসীর চাওয়া নবাগত স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার অবসানের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনার দিকে অধিক গুরুত্ব দেবেন। এতে চিকিৎসাসেবা নিতে আসা জনসাধারণ সুফল পাবেন এমনটাই মনে করছেন সচেতন মহল।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জসিম উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি আধুনিকরূপে ফিরিয়ে আনতে ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলমান আছে।