১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ জেলে

-

ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করতে গিয়ে জালের রশি (বট) পেঁচিয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। উদ্ধার অভিযান চলছে। গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার হাজিরহাট ঘাটসংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি।
গতকাল বুধবার বরিশাল থেকে ডুবুরিদল এসে ফের মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মো: সাইদুজ্জামান।
নিখোঁজ জেলে মো: মোস্তফা (৪৫) উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোজাম্মল হকের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ঘাটসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে নৌকা নিয়ে যান মোস্তফা মাঝি। এই সময় বেহুন্দি জাল ফেলার সময় জালের রশি (বট) পেঁচিয়ে নদীতে পড়ে যান মোস্তফা।

 


আরো সংবাদ



premium cement