বগুড়ায় শিল্প ও বাণিজ্যমেলা শুরু
- বগুড়া অফিস
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
বগুড়ার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে গত সোমবার সন্ধ্যায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছেন। এতে ছয়টি প্যাভিলিয়নসহ ১০০টি স্টলে আকর্ষণীয় পণ্য থাকছে।
সোমবার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডা: শাহীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান, বগুড়া প্রেস-ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্যসচিব সবুর শাহ লোটাস, ব্রাদার্স করপোরেশনের স্বত্বাধিকারী মো: আরিফ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা