মঠবাড়িয়ায় সেতুর কাজ না করায় মানববন্ধন
- মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাসময়ে সেতুর কাজ না করায় টিকিকাটা ইউনিয়নের বাইশকুঁড়া বাজার এলাকাবাসী মানববন্ধন করেছে। বাইশকুড়া বাজার থেকে তেঁতুলতলা সংযোগ সড়কের নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে বছরের পর বছর ফেলে রেখেছে। যে কারণে দুর্ভোগে পড়েছে এলাকাবাসীসহ কয়েকটি উপজেলার মানুষ। তাই গত সোমবার সকাল ১০টায় ভুক্তভোগী এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জসিম মাতুব্বর মেম্বার, ৬ নং টিকিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুল হক খোকন মুন্সি, অনোয়ার হোসেন, ফিরোজ আহম্মেদ মৃধা, শাহাদাৎ হোসেন, হালিম খান প্রমুখ।
বক্তারা বলেন, এই সেতু না হওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে আছে এলাকাবাসী। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছে না। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ৩৭ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণে চার কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এএসআই আহম্মেদ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এলজিইডির অর্থায়নে এ বরাদ্দ দেয়া হয়।
চুক্তি অনুযায়ী সেতুটির কাজ ২০২০ সালে শুরু হয়ে ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত দুই বছরেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। সরেজমিন দেখা যায়, সেতুর আংশিক কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকৌশলী মো: জিয়ারুল ইসলাম জানান, ঠিকাদারের সাথে কথা হয়েছে খুব দ্রুত তারা কাজ শুরু করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা